Moments of Serendipity: Remembrance Of A Loved One

 Moments of Serendipity: Remembrance Of A Loved One
 A Sudden discovery of your letter. (BNG)


 

   September 18, 2018:  


     রাত সাড়ে নটা হবে। দুদিন হলো বাড়ি ফিরেছি। জানালা দিয়ে উঁকি মারলে বোঝা যায়, তৃষ্ণাকাতর ধরণি বৃষ্টির আশায় নিশ্চুপ হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে।
ধূলোয় ঢাকা বইয়ের তাক পরিষ্কার করতে গিয়ে কিছু চিঠি খুঁজে পেলাম। কয়েক বছরের পুরোনো হলেও চিঠিগুলির প্রতিটি অক্ষর ইয়োরোপীয় সাহিত্যের চরিত্রগুলির মতো আজও জীবন্ত। অক্ষরগুলিকে স্পর্শ করতেই বিমুগ্ধ বেদনায় মাথা নত হয়ে এলো। বিরহের সুরে গাঁথা তোমার লেখা প্রতিটি শব্দ পড়তে পড়তে চোখ ঝাপসা হয়ে এলো। সেদিন তোমার কাছে যে চোখের জল লুকিয়ে ছিলাম, নিজের কাছে তা আজ লুকাই কি করে? কতগুলি শর্তের ওপর দাঁড়িয়ে থাকা সমাজের কাছে সেদিন হার মেনে ছিলাম। তোমার কথা রাখতে পারিনি, কেবল নির্লজ্জের মতো এক সাথে চলা পথ ছেড়ে অন্য পথ বেছে নিতে বাধ্য হয়েছি। একথা তোমার নিশ্চয় অজানা নয়।
তোমার সাথে আবার কোনোদিন দেখা হবে, এটা আমার কল্পনার অতীত। তোমার সেই চেনা প্রশ্ন আজও আমার কানে বাজে, "কেমন আছো?"
কাকে বলবো.? ...ভালো আছি। কাকে বলবো.?... কাঁটার ওপর বুক রেখে গান গাওয়া পাখিটি আজ আমার নতুন বন্ধু। কেউ জানে না, ওর দুঃখ-পাথারে কত আনন্দ-শতদল ফোটে। কাকে বলবো? .... পুরোনো চাঁদের মায়াবী আলো আজও আমার ঘুম কাড়ে। দূঃখের তরঙ্গগুলি আজও হৃদয়তীরে বারবার আঘাত হানে। তবুও এই একলা থাকার অভ্যাসে ভালোই আছি।
হঠাৎ ঝোড়ো হাওয়া, সঙ্গে এলোমেলো বৃষ্টি। কিছুক্ষণ পরেই লোডশেডিং। অন্ধকারকে আজ একটু বেশী কালো মনে হল। তারপর কতক্ষণ চিঠিগুলিকে আঁকড়ে ধরে জেগেছিলাম, মনে নেই। পূর্বে ওঠা সূর্য তার ঔজ্জ্বল্য নিয়ে আমার ঘুম ভাঙলো। দেখলাম চিঠিগুলি যেখানে রাখা ছিল, সেখানেই সযত্নে কেউ যেন সাজিয়ে দিয়ে গেছে। টেবিলের ওপর রাখা চার্লস ডারউইনের বইয়ের নতুন কভারটি অদ্ভূতভাবে সূর্যের আলোয় চকচক করছে। আরও একটি নতুন দিন দরজার ওপারে অপেক্ষায় রত।

Post a Comment

0 Comments