A story of floating Flowers





      ফুল কার না ভালো লাগে ? গাছের মধ্যে বেড়ে ওঠা ফুল এবং ব্যবহারের পর খাল-বিল ও নদীতে ভাসিয়ে দেওয়া ফুল - সম্পূর্ণ আলাদা দুটি চিত্র! প্রকৃতির সাথে আমাদের ব্যবহার কতটা যথাযত, তা নিয়ে সন্দেহের অবকাশ থেকেই যায়। অন্যদিকে, মানুষের অবস্থাও ঠিক এই ফুলেরই মতো-- প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ আর মনে রাখেনা। 


বাঁকাখালের  কালো জলে ভেসে যাওয়া শুকনো গাঁদাফুল,
প্রেমে প্রত্যাখ্যাত মূর্ছা যাওয়া লাল গোলাপ, কিংবা সারা 
রাত্রিজুড়ে সুবাস ছাড়িয়ে ক্লান্ত রজনীগন্ধা-- হয়তো এরাও 
বোঝে দুনিয়ার কৃত্রিম নিয়ম ।

অন্যের প্রয়োজনে এরা থাকে গলার মালায় ;
প্রয়োজন শেষ হলে নিতে হয় অপ্রত্যাশিত বিদায় ।।



                                                                                                                              (ত্রূটি মাৰ্জনীয় )

Post a Comment

1 Comments