A Poem Written on Coming Rainy Season

কবিতা আমরা কমবেশি সকলেই লিখে থাকি। আমি কোনো স্বনামধন্য লেখক বা কবি নই, তবে লেখার ন্যূনতম চেষ্টাটুকু করে থাকি। তাই এই ব্লগে আসা। বর্ষার আগমনে যেমন হৃদয় আনন্দে নেচে ওঠে, তেমনি কোথাও না কোথাও বিরহের সুর ও কানে বাজে । তাছাড়া প্রকৃতির ধ্বংসলীলা সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল। বর্ষাকালের আগমনীতে কিছুটা  আনন্দ ও কিছুটা দুঃখের প্রলেপ দিয়ে মোড়া আমার এই ছোট(নগণ্য) প্রয়াস।
 
 
               আগমনী বর্ষাঋতু 
অবশেষে সে এলো,
ঝিরিঝিরি শব্দে যার অনিঃশেষ উন্মোচন।

বর্ষা তুমি এলে•••
তুমি এলে তোমার অবয়বসম লাবন্য নিয়ে,
তোমার মনের কোণে জমাটবাঁধা মেঘ-জটলা আকাশ নিয়ে।

লাবণ্য ফিরে পাক সবুজ পাতা, প্রাণ ফিরে পাক ক্লোরোফিল;
জোয়ার আসুক নদীর বুকে, নেচে উঠুক শুকিয়ে যাওয়া খাল-বিল।

তবে সত্য,
কবি যেভাবে কবিতার ছন্দ হারান, সেভাবে তুমিও ছন্দ হারাবে। তোমার ছন্দ পতনে মানুষ আবার  হারাবে প্রান, বেঁচে থাকার এক টুকরো জমি হারাবে উর্বরতা, মাথার উপর ছোট ছাদ ভেঙে হবে অভ্যর্থনাহীন উন্মুক্ত সাদা আকাশ।

এও সত্য,
চার্লি চ্যাপলিনের হৃদয় আর কোনোদিনই বৃষ্টির দিনে কাঁদবে না।
ধমক মেশানো গম্ভীর কণ্ঠে বাবাও আর কোনোদিন বলবে না, "বৃষ্টিতে ভিজিস্ না, ঠান্ডা লেগে যাবে।"
 
                                                                            On which the poem is written: July 7, 2018

Post a Comment

0 Comments